এখনো আকাশের বুকে মেঘ করলে অবাক হই,
সেই ছেলেটা আড়চোখে তাকালে আজও প্রেমিকা হই,
হাজার ভীড়ে খুঁজতে থাকা আপন কেউ,
হাত বাড়িয়ে বলবে এসে পাশেই আছি,ভয় কই
আজও এমন ভাবনা আসে রাত বালিশে- মুখ গুঁজে,
সকাল হলেই দরজা খুলে দেখবো চেয়ে
গোলাপ কুড়ি আছে রাখা চিঠির ভাজে ….
আজও আমার বুকের ভেতর দুরুদুরু
তার পছন্দের সেই গানটা হয় যদি শুরু……
“তুজসে নারাজ নেহি জিন্দেগী
…………… হ্যায়রান হু ম্যায়………
Leave a Reply