দুরন্ত প্রেম :: শিপ্রা দে।।

0
350

একদা দুজনে পুষ্প কাননে
ঝুলেছে বকুল ডালে
বসে পাশাপাশি কতো হাসাহাসি
সেই যৌবন কালে।

হৃদয়ের টানে নয়নে নয়নে
দুজনের বোঝাবুঝি
একটু শরম একটু শরণ
হৃদয়ের খোঁজাখুঁজি।

বসন্ত বেলা দুরন্ত খেলা
পলাশের বন ছুঁয়ে
শিমুল আগুনে মলয় ফাগুনে
আদুরে আলাপ চুয়ে।

পুকুরের পাড়ে বসে একধারে
দুজনের হাতে হাত
চোখের ভাষাতে মনের আশাতে
মাতোয়ারা দিবারাত।

চঞ্চল আঁখি প্রেম সুধা মাখি
উতলা হৃদয় প্রাণে
রাগে অনুরাগে কতো প্রেম জাগে
বুঝে নেয় তার মানে।

কাছাকাছি এসে যায় ভালোবেসে
দিগন্ত জুড়ে চাঁদ
বলে কানে কানে কথা গানে গানে
ছুঁয়ে দিতে হয় সাধ।

খুলে গেল দ্বার মন দরজার
একাত্ম হয় মন
ওষ্ঠ অধর ছুঁয়ে শশধর
কি জানি কতক্ষণ!

সময়ের সাথে নিশীথের রাতে
সে চাঁদ কখন ম্লান
শেষ হয় রাত নিভু বাঁকা চাঁদ
পাখিদের কলতান।

পুকুরের পাশে পূবালী আকাশে
সোনালী রোদের হাসি
বকুলের গাছ ভোমরের নাচ
আনন্দে যায় ভাসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here