অমাবস্যার কোটাল : মীনাক্ষী বন্দোপাধ্যায়।

0
485

জোলো বাতাস দিচ্ছে সাঁতার;
আসছে আষাঢ় ,শ্রাবণের হাত ধরে
নদীর তীর ধরে ধরে
মাটির তীর কেটে কেটে
গাছের পাতার ফাঁক দিয়ে
বৃষ্টির জলের সঙ্গে হয়েছে সন্ধি।
সুখ দুঃখ ভুলে দখল নেবে;
সবজি ভরা ক্ষেত আগেই গেছে ডুবে, এবার?
আবার নেবে দখল, মিশে যাবে ঘর, দোর, মড়াই এর সাথে, ভাসিয়ে দিতে আবার তুলবে ঝড়….
ওই মেনি মুখো বাতাস….
এখন আছে ঘাপটি মেরে ভাসতে
ভাসতে চলছে কেমন
যেন কত ভালবাসে আকাশকে
সন্ধ্যা নামবে পথে ঘাটে
ঝড় উঠবে দুর্বিপাকে
পড়বে মানুষ হয়তো আবার!
অমাবস্যার কোটাল বোলে
ভয় পাচ্ছে লোকে।
পাখি হলে মুক্তি পেতে? ভাবছো মনে?
মাটি হলে যেতে ভেসে ভাবছো মনে?
কানাগলির জল হয়ে তো মরতে হবে অন্ধকূপে।
এই শহরে, কি গ্রামের পথে?