আসল বাড়ি : স্বাতী মন্ডল।

0
619

হঠাৎ করে দিতেই পারি অজানায় পাড়ি,
তবুও গোছাই স্বপ্ন হাজার মনের ঘরে কাঁড়ি কাঁড়ি,
বাগান ঘেরা সাধের বাড়ি!
এক তলাতে বসার ঘর,
তারপাশে মডিউলার কিচেন খানি,
ব্যস্ত জীবন, মিষ্টি ছোট্ট সবুজ ঘেরা বাগানখানি!

হঠাৎ করে দিতেই পারি অজানায় পাড়ি;
স্বপ্ন গোছাই মনের ঘরে, বাগান ঘেরা সাধের বাড়ি!
দোতলাতে শোবার ঘর তারপাশেতে ছোট্ট ব্যালকনি,
দোলনা দোলে হাওয়ার তালে,
আমিও দুলি গেরস্থালির দোদুল দোলে!

কিন্তু হঠাৎ করে দিতেই পারি অজানায় পাড়ি,
স্বপ্ন গোছাই মনের ঘরে, বাগান ঘেরা সাধের বাড়ি!
ছাদের উপর হাওয়ামহল, হাতছানি দেয় আকাশখানি |

তবুও কিন্তু দিতেই পারি অজানায় পাড়ি,
স্বপ্ন গোছাই মনের ঘরে, বাগান ঘেরা সাধের বাড়ি!
তিনতলা ঐ বাড়িখানি সাজিয়ে তুলি আরাম দিয়ে,
কোথাও দেখো কুলিং মেশিন আবার কোথাও সোফাখানি!
আরও আছে অনেক আরাম বড্ড বেশি দামী দামী,
রান্নাঘরে মাইক্রোওভেন, ফ্রিজ, মশলা ভাঙা মেশিনখানি;
চানের ঘরে গিজার মেশিন আরও কত কি রকমারি!
অর্থবলে মনের জোরে আহা আমি আহামরি!

তবুও হঠাৎ দিতেই পারি অজানায় পাড়ি,
স্বপ্ন গোছাই মনের ঘরে, বাগান ঘেরা সাধের বাড়ি!
মেঘের দেশে অজানা বেশে যখন তখন আসতেই পারে আমন্ত্রণ!
পড়ে রইবে সাধের বাড়ি,
আমি তখন খোলস ছেড়ে হওয়ায় ভেসে দেবো পাড়ি!

তবুও কত স্বপ্নে সাজাই মনের মতো আমার বাড়ি,
সবই তো মিছে স্বপ্ন, কি হবে এত পরিপাটি!
সব ফেলে যে যেতেই হবে অজানাই আসল বাড়ি!