তুমার বাড়ি কই : শিপ্রা দে।

0
474

তোমার বাড়ি কই গো মাইয়া
তোমার বাড়ি কই
যেইখানেতে আমি আমার
বাবার সাথে রই।
এইটা হইল বাপের বাড়ি
তোমার কিসের ঘর!
বিয়ে কইরা যাইবা চলে
বাপরে কইরা পর।

“সেইখানেতেই আমার বাড়ি
বলে আমার মন”।”
“তবু লোকে কইবে জেনো
শ্বশুর বাড়ির ধন !
সব মিলাইয়া মাইয়া তোমার
নিজের বাড়ি নেই
তুমি ওগো এক পরগাছা
ঠিকানাহীন সেই।”

সব শুনছি তোমার কথা,
এবার আমি কই
“বাপের বাড়ির ফুল বাগিচায়
ফুল হইয়া যে রই।
শ্বশুর বাড়ি সেই ফুলেতে
বংশ বিস্তার পায়
তুমার শরীর খোরাক মেটায়
আমার বিছানায়।”

মা হইয়া যে কি সুখ পাই
তুমি জানো কি
একটা নয় দুই টা নয়, জাইনো
তিনটা বাড়ির ঝি।
ঠিকানাহীন মাইয়া যদি
একবার ব্যাইকা বসে
জাইনা রাইখো এই পৃথিবীর
জীবকূল যাইবো ধসে।

সৃষ্টি যদি নাই হলো গো
কিসের বাড়ি ধন!
একবার নিজেরে জিজ্ঞাস কইরো
উত্তর দিবো মন।