কলমের ধার : শিপ্রা দে।

0
492

তোমায় দিয়ে রচিত হয়
যুগান্তরের কথা
মন খুলে তাই লিখি বসে
লুকিয়ে থাকা ব্যথা।

তোমায় ছাড়া এ-সভ্যতার
বাঁধন যেত ছিঁড়ে
ইতিহাসের পাতা থেকে
মুছে যেত ধীরে।

কখনো তা এই সমাজের
প্রতিবাদের হুঙ্কার
কখনো বা সাহিত্যিকের
অমর প্রেমের ভাণ্ডার।

কোনো লেখা জাতির কীর্তি
কতো যে মূল্যবান!
বিদ্বান,জ্ঞানী,বৈজ্ঞানিক
অর্জন করে সন্মান।

অত্যাচারী ব্যাভিচারের
ইতিহাসে প্রমাণ
সাহিত্যিক সব লিখে গেছে
তিরস্কার অগ্নিবাণ।

কতো ফাঁসির ফলকনামা
লিখেছে ব্যারিস্টার
কতো নোংরা কদর্য রূপ
এঁকেছে মিনিস্টার।

কলম তুমি ক্ষতের মলম
অন্যায়ের প্রতিবাদ
ফলক যখন কলমের নিব
রইবে না নির্বিবাদ।

অসির চেয়েও শক্তিশালী
বিনা রক্ত ঝরে
কলম সৈনিক যুদ্ধ করে
খাতায় আঁচড় ভরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here