আবাস যোজনা খতিয়ে দেখতে জেলা শাসক নিজে ময়দানে নামলেন।

0
130

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আবাস যোজনা খতিয়ে দেখতে জেলা শাসক নিজে ময়দানে নামলেন। পুরোনো আবাস যোজনা তালিকা থেকে বাদ গেল অনেকেই। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা আবাস যোজনা খতিয়ে দেখতে ময়দানে নামেন। ত্রিস্তরীয় তালিকা তৈরি হবার পর সেই তালিকা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে দেখছেন জেলা শাসক।
বিরোধীদের দীর্ঘ দিনের অভিযোগ গরীব মানুষদের বঞ্চিত করে শাসক দলের ঘনিষ্ঠদের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া হচ্ছে।
এবারে এই অভিযোগ যেন কেউ না করতে পারে সেই কারণে ত্রিস্তরীয় ভাবে দেখে তবেই আবাস যোজনার ঘর দেওয়ার কাজ সম্পূর্ণ করতে জেলা শাসক সহ ৫০ জনের টিম জেলা জুড়ে কাজ করছেন।
গ্রামের গরীব মানুষরা জানান অনেক বার আবাস যোজনায় ঘরের জন্যে আবেদন করেছি ঘর পাইনি তবে এবারে তালিকায় নাম আছে। জেলা শাসক নিজে এসেছেন এবার মনে হচ্ছে ঘর পাবো।
দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান ত্রিস্তরীয় ভাবে তালিকা তৈরি করা হয়েছে। এর পর ৫০জনের টিম আজ থেকে বিভিন্ন এলাকায় যাবেন। সব কিছু খতিয়ে দেখবেন। আমি ও জেলার বিভিন্ন এলাকায় ঘুরছি। আর্থিক আবস্থা ভালো সরকারি চাকরি করে এবং পাকা ঘর আছে এমন ব্যাক্তির নাম পুরনো তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। জেলায় প্রায় দেড় লক্ষ গরীব মানুষের আবাস যোজনা তালিকা তৈরি করে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here