যাপনের কোলাজ ছুঁয়ে : কলমে শিবানী বাগচী।

যাপনের কোলাজ ছুঁয়ে, কিছু অব‍্যক্ত মন পোড়া শব্দের জলচ্ছবি এঁকেছিলাম বিষণ্নতার ভিড়ে।

মায়ের কান্নার প্রতিশব্দ খুঁজতে, ধুলো পায়ে হয়েছি উদ্ভ্রান্ত, বেশামাল।

অন্ধকার ঘেঁটে ঘেঁটে অসীম অনন্তের মাঝে খুঁজেছি জীবনের চরম সত‍্যকে।

—আর রোদ্দুর খুঁটে খুঁটে জমিয়েছি আমার অদেখা ভবিষ‍্যৎ?

ন‍্যায় নীতি ঠেলে ফেলে অদৃশ‍্য দ্রিমি দ্রিমি ছন্দে হাতড়ে মরেছি বাতাসের ডানা।

অবহেলায় ভরা লুকোচুরি খেলায় পাহাড়ের বুকে খুঁজেছি রামধণু সাতরঙ।

সাগরের আছড়ে পরা ঢেউএ ধ্বসে গেছে যে বালুতট, আজ অকারণে বজ্রের মতো বুকের পাঁজরে বেজে ওঠে।

কি ভীষণ অন্ধকার?
পোড়া ঠোঁট ছুঁয়ে তেষ্টা মেটাই নীলাদ্রী নির্জনে –

অগত‍্যা আমার ঘুম ঘুম ক্লান্ত চোখ চুঁইয়ে রাত্রি নামে হেমন্তের শীতল শরীর জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *