প্রতারক : ডঃ অশোকা রায়।

0
536

জীবন যখন অন্তরীন,
তুমি তখন এক নির্জন অন্তরীপের বাসিন্দা,
শব্দ গুলোর মুখে সেলাইয়ের ফোঁড়।
ঘাসের ওপর বসা তোমার হাতে- পায়ে দড়ি দড়া।
তেরছা রোদ কার্পণ্য করেনি।
চুরি করে তোমার গায়ে জড়িয়েছে উষ্ণতার লেপ।
সমুদ্র নিজের নোনা বুকে মিশিয়ে নিয়েছে তোমার চোখের নোনতা স্বাদ।
তবুও বন্দী তুমি।
ঐ দেখো বেয়োনেট হাতে
জীবন তোমার প্রহরী।
অপেক্ষা ,..অন্তরীপের সমুদ্রে তলিয়ে যাওয়া।
ওর যে ভৌগোলিক অস্তিত্ব সীমিত।
তোমার মুখের জিহ্বা অচল। অথচ জিজ্ঞাসা করতে চাও তো তোমার অপরাধ কি?
হ্যাঁ অপরাধ আছে বই কি।
তুমি যে শহরের বাতাসে,
হাজার মানুষের ভিড়ে
সততার জয়গান গেয়েছো।
তুমি তো আজ এক নিষিদ্ধ বস্তু।
তুড়ি মেরে মিথ্যে স্বপ্ন গুলোকে উড়িয়ে দিয়েছো।
তোমার এখন নাম নেই,
শুধু একটা ট্যাগ… প্রতারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here