সুখ : সুদীপ্তা শর্মা গোস্বামী।

0
732

আমি আমার ভীষন প্রিয়
অন্যের নাইবা হলাম,

পাওয়ার আশা নেই যে আমার-
শুধুই দিয়ে গেলাম,
দেওয়াতেও যে সুখ আছে,
বুঝতে আমি পারলাম,
সুখ নামের চাবিকাঠি
তখন খুঁজে পেলাম,

সুখী যদি হতে চাও,
অন্যকে ভালোবেসে যাও
তাদের ভেতর নিজেকে খুঁজে পাও…

সুখ নামের ছন্দ গুলো তাহলে দেবে ধরা
তোমায় আমায় মিলে ভালোবাসায় মোড়া।