এখন সময় : শীলা পাল।

0
414

এমন যে সময় বড় অস্পষ্ট আবছা
কিছু বোঝা যায় না মেঘলা দিনের সকালের মতো
আধো অন্ধকারে মনে হয় আকাশ আজ এমনিই মুখ ভার করে থাকবে
রোজদিনই এই বিষন্নতা মেখে মেখে অভ্যস্ত
হতে হতে ভুলে যাচ্ছি একদিন ঝলমলে আলোয় আমরা গান করেছি জীবনের
গান করেছি আনন্দের গান করেছি বেঁচে থাকার সুখকে উপভোগ করেছি
বেঁচে আছি এটুকুই যেন সান্ত্বনা
এরকম করে বাঁচা সেকি সত্যিই বেঁচে থাকা
ভয়ে ভয়ে ভাবনায় ভাবনায় এরকম করে
আর ভালো লাগে না
কবে আসবে সেই দিন যেদিন হাতে হাত রেখে গালে গাল ছুঁয়ে বলবো আয় থাকি
কাছাকাছি বসি পাশাপাশি
নিত্য দিনের চলায় থাকবে জীবনের সুর
কতদিন দেখিনি তোকে আয় আমার কাছে
কতদিন বলি নি তোকে আয় ভালোবাসি
কবে সেদিন গুলো ফিরে আসবে
নাকী এভাবেই একদিন শেষ হয়ে যাবে
স্বপ্ন গুলো!
বড় কষ্ট লাগে এরকম যন্ত্রের মত জীবন আর
জীবনের যন্ত্রণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here