ফোন কল তরঙ্গের মতো : চায়না খাতুন।

0
393

একটা ফোন কল।
কোনো বান্ধবীর ফোন, কলস্বর তরঙ্গের মতো মাথার শিরায় বয়ে যায়, শুরু হয় জৈবিক খেলা!
বিপদের গন্ধ পেলেই গান ধরি পাখির মতো নরম সুরে।
কতোবার বলেছি–
চলে যাও আমার জীবন থেকে অনেক দূরে,
যেখানে কবিতারা বাসা বাঁধে নদীর কিনারে।

ও তো নির্ভরতা চায় আমার শরীরে,
রাসকেলি, হয়েছে কতোবার
আলো – ছায়া আর অন্ধকারে
পৃথিবীর যখন লীলাখেলা চলে।
একবার ভেবেছিলাম বুঝি অসহায়তার অন্য খেলা
উপেক্ষার চাপ এড়াতে প্রিয়জন আমি !
কিন্তু তার নির্ভরতা কামনার ঠেলাগাড়ি।
ঠিক টিলার গা বেয়ে ঝরনার মতো গড়িয়ে পড়ে অবরোহে উচ্ছ্বাস।

যতোবার ফিরে দেখি ওর দিকে —
আমার সামনে এগিয়ে আসে সেই কামনার ঠেলাগাড়ি,
তাকে ঘিরে আছে বাস্তবিক পাহাড়
নদী, বন- জঙ্গল, জলের ভিতর
সেই ফোন কলের তরঙ্গ আমার মাথার ভেতর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here