সংলাপ : ঝুমা মজুমদার চৌধুরী।

অশরীরী সংলাপগুলো একসময় অবান্তর
মনে হতে থাকলে, আমাদের নিবিড় চুম্বনে
প্রার্থনা অক্ষর ফুটে উঠল
স্বস্তিক রোদে সপ্তপদী পরিক্রমায় সে সব
পিছুটানের অঞ্জন ছায়ায়
সংলাপ গুলো বড় একা বড় বিমর্ষ
দেবীপক্ষের চাঁদের জোয়ারে গা ধুয়ে এসে দেখি তোমার হাতের মুঠোয় অশ্বথ শিকড়
দিগন্তের যে দিকে আঙ্গুল তুলে দেখিয়েছিলে অবশেষে সে দিকেই চললাম
আমার ভেজা চুল, লাল পেড়ে গরদের
শাড়িতে লিখে দাও শুদ্ধতম সংলাপ

আকাশ চন্দনে আমাদের বিগত
সংলাপ গুলো এবার শরীরী হোক l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *