আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস।

0
469

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- :১৫ নভেম্বর:আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস। আর এই মতৎ পবিত্র দিনে মহাপ্রভুর পাদুকা নিয়ে নগর কীর্তনে মেতে উঠলেন মালদহের বামনগোলার পাকুয়া হাটের ভক্তরা। খোল করতাল নিয়ে ভক্তদের হরিনাম সংকীর্তন মুখরিত হল গোটা এলাকা।

জানা যায়, কার্তিক মাসের শেষ শুক্ল একাদশীর দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটে। তাই আজকের দিনটি সনাতন ধর্মের ভক্তরা নগর কীর্তনে মেতে ওঠেন। তাই এই বিশেষ দিনে নদিয়া থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা নিয়ে আসা হয় পাকুয়াহাট এলাকায়। আর ওই পাদুকা নিয়ে এদিন প্রভাতে শুরু হয় নগর কীর্তন। গোটা এলাকা নগর কীর্তন করার পর এই এলাকার রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে কৃতিন সমাপ্তি ঘটে।