সভ্যতার অসভ্যতা : সুরভি জাহাঙ্গীর।

আমি যদি আজকের সভ্যতাকে,অসভ্যতার দায়ে..জনতার মঞ্চে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করি?

ধর যদি, কলো মখমলের কাপড়ে ঢাকা.. ঘৃণিত ইতিহাসকে, আগুনে পুড়িয়ে ছাই করে, উড়িয়ে ফুরিয়ে দিতে পারি?
ধর যদি, তোমাদের সংখ্যা লঘুর পৃথিবীর শিকড়টকে উপড়ে ফেলে দিতে চাই ?

আজকের, তোমাদের সাথে নিয়ে যদি.. পৃথিবী তোলপাড় করা মিছিলের শ্লোগান দিতে বলি?
অথবা তোমাদের সাথে নিয়ে একদেশ, একজাতির,এক ভাষার একই ধর্মের একান্নবর্তীর পৃথিবীর ফিরিয়ে দিতে,আদিম অরণ্যে ফিরে যেতে শ্লোগান ধরি?
বল,তোমরা কি আমার সাথে মিছলে যাবে?
তোমরা কি সহমতের শ্লোগানে শ্লোগানে.. পৃথিবীকে তোলপাড় করে তুলবে?

যদি না পার? যদি না কর? কোন কৈফিয়ত চাইব না!
নিজের অক্ষমতার দায়ের চিতায়, আমি নিজেই পুড়ে ছাই হয়ে যাব!

তবে মৃত্যুর আগে, তোমাদের কাছে, শেষ অনুরোধের চিরকুট রেখে যাব !
তোমরা আমার মৃত্যুকে নিয়ে ইতিহাসের ঐতিহাসিক অক্ষমতার অপমৃত্যুর অপব্যক্ষ্যার.. কোন বিকৃত মহা ইতিহাস লিখ না!

যদি না মানো, যদি না শোন!
তাহলে, তুমিও একদিন জাতীর কাছে, ইতিহাসের ঐতিহাসিক হত্যাকারী বলে চিহ্নিত হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *