বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু।

0
337

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। মৃতের নাম মন্টু কামিলা(৩৯)।ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে গোসাবা বাজারে।মৃতের বাড়ি প্রত্যন্ত সুন্দরবনের গোসাবার সোনারগাঁও এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর এদিন দুপুরে গোসাবা বাজারের কাছে নদীর চরে নেমে ইলেকট্রিক লাইন দিয়ে লঞ্চে ঝালাইয়ের কাজ করছিল ওই ব্যক্তি। আর তখনই বিদ্যুৎপৃষ্ঠ হয়। স্থানীয় মানুষজন তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য গোসাবা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে ওই ব্যাক্তির গোসাবা বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় তাঁর একটি লেদ মেশিন আছে। সেই লেদ মেশিন থেকেই বিদ্যুৎ নিয়ে ওই লঞ্চের কাজ করছিলেন তিনি। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।