বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বারা ভারতবর্ষের সাংস্কৃতিক নগরী কাশীতে বাবা বিশ্বনাথ মন্দিরের পুনঃনির্মাণ ও লোকার্পণের মহাপর্ব উপলক্ষে ও সর্বভারতীয় কার্যক্রমের অঙ্গ হিসেবে ”দিব্য কাশী, ভব্য কাশী” কার্যক্রমের সূচনা করতে চলেছেন আগামীকাল। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুরের পাহাড়েশ্বর শিব মন্দিরে স্বচ্ছতা অভিযান পালন করা হয়। এদিন সকালে গোটা মন্দির পরিসর সাফাই করেন বিজেপির দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুর শহর মন্ডল সভাপতি সন্দীপ আগরওয়াল, সাধারন সম্পাদক স্বরুপ আচার্য, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়, জেলা কমিটির সদস্য প্রভাত চ্যাটার্জি সহ আরো অনেকে। পাশাপাশি এদিন পাহাড়েশ্বর শিব মন্দিরে পূজার্চনাও করা হয়।