নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- হাড় কাঁপানো ঠান্ডা না পড়লেও এলাকার দুস্থ মানুষের কথা মাথায় রেখে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সংলগ্ন ডাবচা নবকোলা হাইস্কুল প্রাঙ্গনে প্রাক্তনী সংসদের উদ্যোগে চন্দ্রকোনা রোডের চৌরাস্তার মোড়ে শীত বস্ত্র বিতরনের আয়োজন করা হয়।জানা গিয়েছে এই দিন প্রায় ৫০ জন দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন শীত বস্ত্র। নতুন শীতবস্ত্র হাতে পেয়ে খুশি এলাকার দুঃস্থ মানুষেরা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট শুভাশিস দে, সেক্রেটারি জয়ন্ত দত্ত, এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা ডা: এস কে মাহান্তি, শিক্ষক দিলিপ প্রামানিক, সুশান্ত সিংহ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। তবে এই সংগঠনের এই উদ্যোগ দেখে যথেষ্ট আপ্লুত হয়েছে এলাকার মানুষ।
Home রাজ্য দক্ষিণ বাংলা চন্দ্রকোনারোড সংলগ্ন ডাবচা নবকোলা হাইস্কুল প্রাঙ্গনে প্রাক্তনী সংসদের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ।