নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-বল ভেবে খেলতে গিয়ে বোমার বিস্ফোরণে গুরতর জখম এক শিশু। তাকে জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তার শরীরে অবস্থা অবনতি হতে থাকলে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি মানিকচক থানার এনায়েতপুর এলাকার। জখম শিশুর নাম আসিফা খাতুন(৭)। মানিকচক থানার এনায়েতপুর কলোনিতে বাড়ি তার। পরিবার সুত্রে জানা গিয়েছে শনিবার বিকেলে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে নাকিটোলা বড় বাগান এলাকায় খেলতে যায়। অন্য বন্ধুদের সঙ্গে খেলার সময় একপ্রান্তে পড়ে থাকা এক বলের মতো দেখতে গোলপিন্ডকে পা দিয়ে দূরে সরাতে গেলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণে ছিকটে পড়ে সে তরিঘড়ি তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়সেখানে চলছে চিকিৎসা।