গড়বেতার ফুলবেড়িয়াতে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত একটি পূর্ণবয়স্ক হনুমান,বনদপ্তরের প্রচেষ্টায় চলছে চিকিৎসা।

0
442

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গত দুইদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ফুলবেড়িয়া এলাকায় একটি পূর্ণবয়স্ক হনুমান গাছ থেকে ইলেকট্রিক হাইটেনশন তারে পড়ে যায়, এর ফলে বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে ওই পূর্ণবয়স্ক হনুমানটির সামনে দুটি হাত সম্পূর্ণভাবে ঝলসে যায়, এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বনদপ্তরকে খবর দেওয়া হলেও, ওই আহত পূর্ণবয়স্ক হনুমানটিকে ধরে চিকিৎসা করানোর চেষ্টা বিফলে, রবিবার বিকেলে অবশেষে অনেক প্রচেষ্টার পর অবশেষে ওই আহত হনুমানটিকে উদ্ধার করে সোমবার তার চিকিৎসা চলছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে,আর এই খবর ছড়িয়ে পরতে যথেষ্ট খুশি পশু প্রেমিকেরা।