বিশেষভাবে সক্ষম মানবিক পেনশন প্রাপকদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শিবির শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে।

0
313

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- বর্তমান রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত বিশেষভাবে সক্ষম দের মানবিক ভাতা চালু হয়েছে বেশ কিছু বছর ধরে। মূক-বধির দৃষ্টি মানসিক এবং অস্থি সংক্রান্ত মোট 21 টি বিষয়ের উপর বিশেষভাবে সক্ষম রা আবেদনের ভিত্তিতে এই প্রকল্পের অধীন হয়েছেন। জেলার মধ্যে শান্তিপুর ব্লক এবং শহর রেকর্ড সংখ্যক বিশেষভাবে সক্ষমরা সরকারি ভাতা হিসাবে প্রতি মাসে 1000 টাকা পেয়ে থাকেন।
আর এই প্রকল্প যার উদ্দেশ্যে দেওয়া তিনি ঠিকঠাক পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখার জন্য জেলা সমাজ কল্যাণ দপ্তর প্রতি বছরে একবার লাইফ সার্টিফিকেট এবং প্রয়োজনীয় নথি জমা নেওয়ার নির্দেশ দিয়ে থাকেন। সেই মতন শান্তিপুর পৌরসভা বিশেষ ভুমিকা নিয়েছে। আগামী 14, 15, 16, 17 ই ডিসেম্বর পর্যন্ত চলবে প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়া‌। ভোটের কার্ড আধার কার্ড প্রতিবন্ধী শংসাপত্র এবং ব্যাংক ডিটেলসের প্রত্যায়িত নকল নিয়ে উপস্থিত হওয়ার কথা জানান পৌরসভার পৌর প্রশাসক সুব্রত ঘোষ। এবং সেই মর্মে দুটি ভ্রাম্যমাণ মাইক প্রচার ঘুরে বেড়াচ্ছে শান্তিপুর শহরের বিভিন্ন প্রান্তে। শান্তিপুর শহরের মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় এবং সুত্রাগড় ট্রেনিং ইনস্টিটিউটে সকাল 10 টা থেকে বিকাল 4 টা পর্যন্ত চার দিন ধরে চলবে এই শিবির। যারা ভাতা পেয়ে থাকেন শুধুমাত্র তাদের জন্যই এই শিবির । শংসাপত্র থাকা সত্ত্বেও যারা মানবিক আবেদন করেননি তাদের জন্য থাকছে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দুয়ারে সরকার। তবে বিধবা এবং বার্ধক্য ভাতা এই শিবিরের অন্তর্ভুক্ত নয়। মাঝেমধ্যেই ভাতা বন্ধ হয়ে থাকার বিষয়ে পৌর প্রশাসক জানান, সরাসরি এস ডিও এযাবৎকাল বিষয়টি দেখতেন তবে এখন থেকে পৌরসভা তালিকা প্রস্তুত এর মাধ্যমে তা দেখাশোনা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here