মহামারি ভাইরাসের কারণে দু’বছর ধরে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান,স্কুল খুলতেই স্কুলের ভিতরে ভগ্ন দৃশ্য,চন্দনপুর আনন্দ ইনস্টিটিউশনে উঠে এলো এমন চিত্র।

0
283

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- মহামারী করোনার কারনে প্রায় দু’বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর খুলছে স্কুল ও কলেজ। কিন্তু স্কুলের তালা খুলতেই দেখা দিল স্কুলের চাঙ্গর খোসে পড়েছে, দেওয়ালে ধরছে পাঠল। এমনই ছবি উঠে এলো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের চন্দনপুর আনন্দ ইনস্টিটিউশনে।এই পরিস্থিতিতে অপেক্ষাকৃত ভালো ক্লাসরুম গুলোতে পড়ুয়াদের ক্লাস করানোর ব্যবস্থা করে স্কুল কৃতপক্ষর । বর্তমানে নবম ,দশম ,একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়া দের নিয়ে পঠনপাঠন শুরু হয়েছে কিন্তু পঞ্চম শ্রেণী থেকে ক্লাস শুরু হলে এত পড়ুয়া দের কোথায় ক্লাস করানো হবে। এই পরিস্থিতে স্কুল নতুন বিল্ডিং এর দাবিতে শুক্রবার ছাত্রছাত্রী ও অভিভাবকরা মিলে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। খবরে পেয়ে সোমবার স্কুল পরিদর্শনে আসেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ও পটাশপুর দু’নম্বর ব্লকের বিডিও শুঙ্কু বিশ্বাস। এইদিন স্কুল কৃতপক্ষের সঙ্গে এবিষয়ে একটি বৈঠক করেন এবং ভেঙ্গে পড়া ক্লাসরুম গুলোকে পরিদর্শন করে দ্রুত সমষ্যা সমাধানের আশ্বাস দেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here