মেদিনীপুর সদর ব্লকে বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর,এলাকায় চাঞ্চল্য।

0
331

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- সোমবার সকালে ঘাটাল – মেদিনীপুর রুটের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেদিনীপুর সদর ব্লকের কোলষান্ডার কাছে এক বাইক আরোহীকে পেছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। বছর ৩৫ এর ওই যুবক কেশপুরের দিকে যাচ্ছিলেন । তাঁর পরিচয় জানা যায়নি। স্থানীয়রা বাসটিকে আটক করে পুলিশে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই সঙ্গে মৃতব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে ওই ঘটনার ফলে মেদিনীপুর কেশপুর রুটে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বাসটিকে আটক করলেও বাসের চালক পলাতক বলে জানা যায়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।