নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- অধিকারীদের আমলে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার দুর্নীতি নিয়ে নবান্নের নির্দেশে শুরু হলো তদন্ত। শাসক দল তৃণমূল কংগ্রেসের পাখির চোখ কাঁথি পুরসভা। কাঁথি পুরসভার একাধিক উন্নয়ন ও দুর্নীতি কাজের নথি যাচাই করতে শুরু করলো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। কাঁথি পুরসভা অধিকারী গড় হিসেবে দীর্ঘদিনের পরিচিত। শিশির অধিকারী কাঁথি পৌরসভা একাধিকবার চেয়ারম্যান ছিলেন। এরপর শুভেন্দু অধিকারী পুরসভার চেয়ারম্যান হন। পরে দু’বার চেয়ারম্যান হন শিশিরবাবুর ছোট ছেলে সৌমেন্দু অধিকারী। নবান্নের নির্দেশের বেশ কয়েকটি প্রকল্পের আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে এমনটাই সূত্র মারফত জানাগেছে। পুরসভার তদন্ত নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্বরাও। পাশাপাশি বিজেপি নেতৃত্ব দিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্বরা।সূত্রের খবর, অতিরিক্ত জেলা শাসক শ্বেতা আগারওয়াল ও অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) মানবকুমার সিংহলের নেতৃত্বের একটি বিশেষ তদন্ত কমিটি করা হয়েছে। পুরসভার নজরদারির জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যে সময় প্রকল্পের নথি তদন্ত করে দেখা হচ্ছে, তখনই কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর।সূত্রের খবর , শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী থাকাকালীন কাঁথি পুরসভার হাই মাস্ট পথবাতি বসানোর যে দপ্তর থেকে অর্থ বরাদ্দ করেছিল সেখানে অনিয়ম হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। একাধিক ওয়াড়ে হাই মাস্ট পরবর্তী সংখ্যা নির্ধারণ ও চিহ্নিত করণ প্রক্রিয়া চলছে। যে পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছিল, কম সংখ্যক পথবাতি বসানো হয়েছে বলে অভিযোগ। তাছাড়া গ্রিন সিটি মিশন প্রকল্পে সৌন্দর্য না করে টাকা তোলার অভিযোগ রয়েছে।
এইনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী। তিনি বলেন ” রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্যই শাসক দল তৃণমূল কংগ্রেস এমন ঘটনা করছে “। এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার মাইতি। তিনি বলেন ” নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে। এতে কোনো রাজনৈতিক প্রতিহিংসার কিছুই নেই। যদি অন্যায় না করলে ভয় পাওয়ার কোন কারণ নেই “,যদিও এই বিষয়ে অধিকারী পরিবারের কোন সদস্যের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাঁথি পুরসভার প্রশাসক হরিসাধন দাস অধিকারী বলেন ” অতিরিক্ত জেলা শাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে প্রতিনিধি দল কাঁথি পুরসভার দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। তদন্ত করে রাঘব বোয়ালকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করুক “।