সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – প্রত্যন্ত সুন্দরবনের পিছিয়েপড়া ব্লক বাসন্তী। সেই বাসন্তী ব্লকের এক প্রান্তে মাতলা নদীর তীরে রয়েছে হাড়ভাঙী গ্রাম। গ্রামের অধিকাংশ মানুষজন দরিদ্র পরিবারে। দিন আনা দিন খাওয়া পরিবার গুলো কৃষি কাজ ও নদীতে মাছ কাঁকড়া ধরে জীবনজীবিকা ধারণ করেন।
ঋতু পরিবর্তনের আবহে শীত শুরু হয়েছে। নুন আনতে যাদের পান্তা ফুরায় তাদের কাছে শীত,গ্রীষ্ম সবই সমান। এমন সব হতদরিদ্র মানুষের জন্য চিন্তা ভাবনা শুরু করেন এলাকারই যুবক খোকন মন্ডল।
তাঁরই উদ্যোগে দরিদ্র মানুষের সেবায় এগিয়ে আসে ফেডারেশন অফ গ্রীন সোসাইটি।সুন্দরবনের হাড়ভাঙ্গী গ্রামে শতাধিকের ও বেশী দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতের কম্বল।সোমবার এমন অভিনব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির মূল কর্ণধর ডঃ তাপস চক্রবর্তী,সোসাইটির সুন্দরবন অঞ্চলের সভাপতি খোকন সরদার, সমীর দত্ত,অমিতাভ দাস সহ অন্যান্য বিশিষ্টরা।
এদিন সকালে শীতের কম্বল পেয়ে খুশি কানন দাস,কল্পনা পাত্র’রা।