নাকা চেকিংয়ে বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র।

0
484

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –রাতের অন্ধকারে চলছিল নাকা চেকিং। সেই নাকা চেকিং করতে গিয়ে হতবাক হল পুলিশ প্রশাসন। নাকা চেকিংয়ে উদ্ধার হল দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ছয় রাউন্ড কার্তুজ।পাশাপাশি পুলিশ বাইক টি বাজেয়াপ্ত করে বাইক চালক আলাউদ্দিন মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে বারুইপুর ও ক্যানিং থানার সীমান্তবর্তী ক্যানিং-বারুইপুর রোডের বেলেগাছি তে সোমবার রাতে নাকা চেকিং করছিলেন বারুইপুর থানার এসআই ধনঞ্জয় মুখার্জী।বারুইপুরের দিক থেকে একটি বাইক আসছিল। তিনি বাইকটির গতি রোধ করেন। শুরু হয় তল্লাশি। বাইক চালকের কাছ থেকে উদ্ধার হয় দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ছয় রাউন্ড কার্তুজ।ধৃতের বাড়ি জীবনতলা থানার আঠারোবাঁকির গায়েন পাড়া এলাকায়।কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসছিল এবং আর কে বা কারা এই ঘটনায় যুক্ত রয়েছে সে বিষয়ে ধৃত কে জিঞ্জাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ।