সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার দের বিপর্যয়ের ওপর প্রাথমিক প্রতিবিধান ও বিপর্যয়ের সময় প্রাথমিক চিকিৎসার গুরুত্ব বিষয়ক আলোচনা সভা।

0
288

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- রিলায়েন্স ফাউন্ডেশন এর উদ্যোগে ও নদীয়া জেলা বিপর্যয় ব্যবস্থাপন ও সিভিল ডিফেন্স দপ্তরে সহযোগিতায় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার দের বিপর্যয়ের ওপর প্রাথমিক প্রতিবিধান ও বিপর্যয়ের সময় প্রাথমিক চিকিৎসার গুরুত্ব, বিষয় প্রশিক্ষণ করানো হয় একটা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে , এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন নদীয়া জেলার রানাঘাট বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের স্যার মিস্টার সঞ্জয় কুমার মৌলিক মহাশয় এই প্রশিক্ষণে যারা ভলেন্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন তাদের সকলকে প্রাথমিক প্রতিবেদন সম্পর্কে বিভিন্ন বিষয়ের উপর জানানো হয়।

রিলায়েন্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানানো হয় আগামীতে এই ধরনের প্রোগ্রাম গ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গায় করা হবে।