সব চেয়ে কম সময়ে ব্লেডের মাধ্যমে একটি বোর্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি একে রেকর্ড গড়ল জলপাইগুড়ির এক শিল্পী।

0
340

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি ১৪ ডিসে :: সব চেয়ে কম সময়ে ব্লেডের মাধ্যমে একটি বোর্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি একে রেকর্ড গড়ল জলপাইগুড়ির এক শিল্পী।নাম অমরনাথ নন্দী
বাড়ি মুহুরী পাড়া ,।
৩ ফুট লম্বা ও ২.৫ ফুট চওড়া রবীন্দ্র নাথ ঠাকুর এর আর্ট ব্লেড এর মাধ্যমে ২ মিনিট ৩৩ সেকেন্ড এ পুরো ছবিটি একেছেন তিনি।এই ধরনের অভিনব কৌশল দেখে খুশি হয়েছেন জলপাইগুড়ি বাসী।খুশি প্রকাশ করেছেন শিল্পী মহল ।তার এই দক্ষতার জন্য india book of the record এ তার নাম লেখাতে সক্ষম হয়েছেন তিনি।পাশাপাশি তাকে india book of the record কতৃপক্ষ মেডেল ও মানপত্র দিয়ে সন্মান জ্ঞাপন করেছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here