আজ নদীয়া জেলার ১১ টি পৌরসভা কে নিয়ে একটা পর্যালোচনা সভা অনুষ্টিত হলো।

0
297

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- আজ নদীয়া জেলার ১১ টি পৌরসভা কে নিয়ে একটা পর্যালোচনা সভা অনুষ্টিত হলো। সলিওয়েস্ট ম্যানেজমেন্ট এবং বাংলার বাড়ি । এই সভা থেকে আগামী দিনে নানা প্রকল্প এগিয়ে নেওয়া যেতে পারে তাই নিয়ে আলোচনা । উপস্থিত ছিলেন UDMA জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী ,ডক্টর সুজয় মিত্র, ও পৌরকারিগরি দপ্তরের এক্সকিউটিভ ইঞ্জিনিয়ার সুতীর্থ চক্রবর্তী সহ বিশিষ্ট বেক্তি গণ । রানাঘাট তটিনী সভা গৃহে এই সভা অনুষ্ঠিত হয় ।