একটি পূর্ণ বয়স্ক লেপার্ডের থ্যাতলানো মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের গ্যারগেন্ডা চা বাগানে।

0
428

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- একটি পূর্ণ বয়স্ক লেপার্ডের থ্যাতলানো মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের গ্যারগেন্ডা চা বাগানে। বুধবার সকালে স্থানীয় একটি প্রাথমিক স্কুলের সামনে ওই মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয়রা খবর দেন বনকর্মীদের। তবে যে ভাবে লেপার্ডটির দেহ ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে, তাতে রহস্য দানা বাঁধছে। তবে ময়নাতদন্তের পরেই লেপার্ডটির মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানিয়েছেন বনধিকারিকরা।