কোভিড সময়ে সমাজে জীবন ঝুঁকি নিয়ে কাজ করেছেন তাদের সম্মাননাজ্ঞাপন করা হলো কোলাঘাট উৎসবে।

0
484

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট স্কুল মাঠে কোলাঘাট উৎসবে স্বাধীনত্বরকালের বৃদ্ধ বৃদ্ধাদের সম্মাননা থেকে সমাজ কল্যান মানুষদের মূলত শ্বসানদাহ থেকে এ্যাম্বুলেন্স চালক, যারা মূলত কোভিড সময়ে সমাজে জীবন ঝুঁকি নিয়ে কাজ করেছেন তাদের সম্মাননাজ্ঞাপন করা হলো কোলাঘাট উৎসবে।অভিনব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র,পূর্ব পাঁশকুড়ার বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। এদিন বিধান সভার অধ্যক্ষ রীতিমতো ক্ষোভের সঙ্গে জানান,সেলুলার জেলে ভারতের স্বাধীনতা আন্দলোনে বাঙালী স্বাধীনতা সংগ্রামীদের ছবি খুলে নেওয়া হচ্ছে।যা পার্লামেন্টে প্রতিবাদ জানানো উচিত। এটা উদ্দেশ্য নিয়েই করা হয়েছে বলে অভিযোগ করেন।আরো বলেন, আমাদের দেশে স্বাধীনতার ইতিহাস ও জাতীয়তাবাদ বিকৃত করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।