প্লাস্টিক বন্ধ নিয়ে সমুদ্র সৈকত দীঘা জুড়ে প্রচার অভিযান উন্নয়ন পর্ষদের।

0
174

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  প্লাস্টিক বন্ধ নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘার জুড়ে প্রচার অভিযানে নামলো দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ। বুধবার সকাল থেকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ রান্না করার লোক প্রশাসন হট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বাজার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে একটি সচেতনতা রেলি বের হয়।পর্যটক থেকে সাধারণ মানুষদের প্লাস্টিক বন্ধের ক্ষতিকারক বিষয়গুলো তুলে ধরা হয়। সেই সঙ্গে যারা প্লাস্টিক বিক্রি করবেন তাদের এবং জিনিস ক্রয় করবেন উভয় ক্ষেত্রে জরিমানার বিধান কথা ঘোষণা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগর ব্লকের বিডিও বিষ্ণুপদ রায়, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানস মন্ডল, কামরুল কোর্ট অ্যাডভোকেট স্বাস্থ্য কর্মধ্যক্ষ সুশান্ত পাত্র, ওসি দীঘা বুদ্ধদেব মাল, ওসি অমিত দেব সহ ব্যবসায়ী সমিতির কর্মকর্তাগন। তবে বারবার এই পর্যটন কেন্দ্রে প্রশাসনের তরফ থেকে সচেতন করা সত্ত্বেও আদেও এই ছবিটা পাল্টাবে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here