জেলার দুটি জুনিয়র হাইস্কুল বন্ধের মুখে ।

0
309

আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার দুটি জুনিয়র হাই স্কুল বন্ধের মুখে শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী বাঁকুড়া জেলার যে দুটি জুনিয়র হাই স্কুল আছে তার মধ্যে একটি হল বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার নেতুরপুর গার্লস জুনিয়র হাই স্কুল আর অন্যটি হলো বাঁকুড়া ইন্দাস ব্লকের বেল বাঁন্দী জুনিয়র হাই স্কুল।
কোন স্কুলে শিক্ষিকা আছে তো ছাত্র নেই এই ঘটনা ধরা পড়ল বাঁকুড়ার ইন্দাস এর বেলবাঁন্দী জুনিয়ার স্কুল দীর্ঘ প্রায় 10 বছর 11 বছর যাবৎ এই ঘটনা এই স্কুলের একজন শিক্ষক এবং একজন গ্রুপ ডি দিয়ে স্কুল চলত কোন কেউ আসেনি এই স্কুলে এলাকার বাসিন্দাদের অভিযোগ
স্কুলে অনেকগুলি ক্লাসরুম থাকলেও আর নতুন করে কোন শিক্ষক দেয়া হয়নি তাই এলাকার ছাত্রছাত্রীরা আর এখানে ভর্তি হয়নি অন্য জায়গায় গিয়ে তারা ভর্তি হতে আবার অন্যদিকে জঙ্গলমহলের নেতুরপুর গার্লস জুনিয়র হাই স্কুল অন্য ঘটনা সেখানে রয়েছে 36 জন ছাত্রী এবং শিক্ষিকা সংখ্যা রয়েছে 6 জন তাই কি স্কুল বন্ধের মুখে তাই কি এই সিদ্ধান্ত তবুও এলাকার মানুষের দাবি বা ছাত্রীদের দাবি এখানে পঠন-পাঠন তাদের ভালই হতো এবং যদি এই স্কুল বন্ধ করে দেয়া হয় তাদের মধ্যে পড়তে হবে কারণ তাদেরকে অনেকটা দূরে স্কুল যেতে হবে তাই তাদের দাবি স্কুল অবিলম্বে চালু হোক