তমলুক জেলা আদালতের নতুন ভবনের উদ্বোধনের পর আইনজীবীদের বসার জায়গা না পাওয়ায় জেলাজুড়ে তিনদিন কর্ম বিরতির ডাক।

0
344

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কোর্টের নতুন ভবনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়, এর পরেই আইনজীবিদের বসার জায়গা নিয়ে সমস্যা দেখা দেয়। কারন আদালতের নতুন ভবন হলেও, আইনজীবীদের জন্য কোনো বসার জায়গার ব্যবস্থা করা হয়নি। আইনজীবীরা নতুনভাবে অস্থায়ীভাবে বসার জায়গা করলে জেলা জজ গোপাল কর্মকার নিজে গিয়ে সমস্ত চেয়ার টেবিল সরিয়ে দেন, এমন কি বেশকিছু অস্থায়ী সেরেস্তা ভেঙে দেয় এমনটাই অভিযোগ আইনজীবীদের। যার ফলে ক্ষুব্দ হয় আইনজীবীরা, এরপর বুধবার সকাল থেকেই আইনজীবীরা তমলুক কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল করে এবং তিন দিন (শুক্রবার) পর্যন্ত কর্ম বিরতির ডাক দেন। পাশাপাশি এই দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা।