দাঁড়িয়ে থাকা লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা পিকআপ ভ্যানের,গুরুতর আহত চালক, তীব্র চাঞ্চল্য খুকুড়দাতে।

0
348

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- দাঁড়িয়ে থাকা এক লরির পেছনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি পিকআপ ভ্যান।আহত গাড়ির চালক।ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বেলদা খাকুড়দা গামি রাজ্য সড়কের আজদা মোড় এলাকা।ঘটনায় জানা যায় মঙ্গলবার রাতে বেলদা থেকে খাকুড়দা গামী একটি পিকআপ ভ্যান বেলদা খাকুড়দা গামী রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।এর ফলে পিকআপ ভ্যানের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়।আর এর মধ্যেই চাপা পড়েন গাড়ির চালক।স্থানীয়রা দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসে।খবর যায় বেলদা থানায়।ঘটনাস্থলে হাজির হয় বেলদা থানা ও জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ।এর পরে কাটিং মেশিন পরে গ্যাস কাটারের মাধ্যমে কেটে চালককে বের করার চেষ্টা করা হয়।এতেও বিফল হয় ।পরে স্থানীয় কিছু জন গাড়ির সামনের দিকে বেঁকে যাওয়া অংশে দড়ি বেঁধে টেনে ওই অংশ ভেঙে আহত চালককে উদ্ধার করে।এর পর গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বেলদা গ্রামীন হসপিটালে। এ দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।