সুদূর ঝাড়খন্ড থেকে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট শালতোড়ার বি, এড কলেজে।

0
163

সুদীপ সেন, বাঁকুড়া:-  বর্তমানে যখন শিক্ষিত বেকার
যুবক, যুবতীরা কাজের অনিশ্চয়তায় ভুগছে তখন তাদের সামনে নতুন আশার আলো ফুটিয়ে তুলছে শালতোড়া বিএড কলেজ।

ঝাড় খন্ডের গিরী ডি , সুরিয়া এর সুরিয়া সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল (ইংরেজি মাধ্যম) সুদূর ঝাড়খন্ড রাজ্য থেকে বাঁকুড়া জেলার শালতোড়া বি, এড কলেজে একটি ক্যাম্পাস রিক্রুট মেন্টের ব্যবস্থা করলো মঙ্গল বার।

ছাত্র, ছাত্রীরা এই ক্যাম্পাস রিক্রুটমেন্ট ব্যবস্থায় দারুন খুশি।

তাদের মতে, যেখানে রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবক, যুবতীদের কোনো কাজ নেই সেখানে এই নিয়োগ তাদের কাছে এক দারুন আশার আলো।
এই জন্য তারা শালতোড়া বিএড কলেজ ও তার কর্ণধার নজীবর রহমান মহাশয় কে অনেক ধন্যবাদ জানায়।

শালতোড়া বিএড কলেজের প্রিন্সিপাল নজিবর রহমান জানান, ইতিপূর্বেও তাঁরা ক্যাম্পাস ইন্টারভিউ এর ব্যবস্থা করেছেন।
ছাত্র, ছাত্রীদের কিছুটা সুযোগ সুবিধা করে দিতে পেরে তিনিও খুশি।

সুরিয়া সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলের কর্মকর্তারা জানান, শালতোড়া বিএড কলেজের ছাত্র, ছাত্রীদের মধ্যে দারুন প্রতিভা আছে। এখানের শিক্ষণ পদ্ধতি ও উচ্চ মানের।
ভবিষ্যতে তাঁরা এই কলেজের সাথে আরো কর্মসূচি করতে চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here