জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শান্তা ক্রসের রকমারি পুতুল চলে এসেছে।তার ই শুরু হয়েছে বিক্রি যিশুর জন্ম দিনের প্রুস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়ি তে।আর মাত্র হাতে গুনা কয়েক দিন বাকি বড় দিনের।যিশুর জন্ম দিনকে সামনে রেখে রকমারি শান্তা ক্রস থেকে ঝাউগাছ,ক্রস,কার্ড ও ঘর সাজানোর জিনিস কিনতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়।ছোট থেকে বড় সকলেই সেই সমস্ত জিনিস কিনতে ভিড় জমিয়েছে।গতবার করোনার জন্য তেমন ভাবে বিক্রি না হলেও এই বার বিক্রি ভালোই শুরু হয়ে গেছে ।