হাওড়া শরৎ সদনে মন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ছোট মাঝারি শিল্পে সিনার্জি।

0
379

নিজস্ব প্রতিনিধি : হাওড়া শরৎ সদনে মন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ছোট মাঝারি শিল্পে সিনার্জি। এর সূচনা করলেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সমবায় মন্ত্রী অরূপ রায়, এছাড়াও উপস্থিত পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, রাজ্যের মুখ্যসচিব ডক্টর এইচ কে দি বেডি এছাড়াও উপস্থিত থাকবেন হাওড়া জেলা শাসক মুক্তা আর্য, সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক রা। গত 18 নভেম্বর হাওড়া জেলা প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 14 ই ডিসেম্বর ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের সিনার্জি অনুষ্ঠিত হবে। সেই ঘোষণা পড়ে মঙ্গলবার দিন এই সিনার্জি আয়োজন করা হয়েছে হাওড়া শরৎ সদন হলে। এই অনুষ্ঠানে সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, পুরনো হাওড়া শহর 600 বছর পুরনো। এবং হাওড়া শহরকে শেফিল্ড হাওড়া বলা হোতো বর্তমানে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্যবসাকে শিল্পকে বাঁচাতে উদ্যোগ নিয়েছেন এবং এনার্জি শিল্পপতিদের সমস্ত সুবিধা পৌঁছে দিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করতে পারি। এ রাজ্যে এক লক্ষ 17 হাজার 756 জন ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। তবে উদ্যোগ প্রতিরা সাফ জানিয়ে দিচ্ছেন এমে,সেমী সম্মেলন করে থেমে থাকলে হবে না ছোট চেম্বার অব কমার্সের এক হতে হবে। এবং ব্যবসায়ীরা আরো জানান অনলাইনের সমস্ত কাজ হলেও তাদের কাছে ওটিপি এসে পৌঁছায় না। অতএব ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা নিয়ে বয়ে বেড়াতে হয় সেগুলো কে সরকারি নজর দিতে হবে। একদিনের এই সম্মেলনে হাওড়ার সমস্ত উদ্যোগ প্রতিরা যোগ দেন।