বিকাশ কুম্ভকার তাঁর শুভ বিবাহের প্রীতিভোজে পথশিশু ও যাযাবর সন্তানদের খাওয়ালেন।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের এলাকায় বসবাস করে পাহাড়িয়া শিকারী বেদরা। বিষ্ণুপুর আমরা করবো জয় এইসব পথশিশু ও যাযাবর সন্তানদের লেখাপড়ার জন্য একান্ত আপন পাঠশালা তৈরি করেছেন। এইসব পথশিশু ও যাযাবর সন্তানেরা দু বেলা দু মুঠো পেট ভরে খেতে পারে না।আর পাঁচটা ছেলেদের মতো আনন্দ করতে পারে না। গায়ে ভালো জামা কাপড় পরতে পারে না। এই সব সন্তানদের আজ বাঁকুড়া জেলার তালডাঙগার কমিউনিটি হলে বিকাশ কুম্ভকার তাঁর শুভ বিবাহের প্রীতিভোজে পেট পুরে খাওয়ালেন এবং ২০ জনকে শীতবস্ত্র কম্বল উপহার দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *