স্বাধীনতা তুমি গর্বিত পিতার অনন্তের সূর্যোদয়ের.. সূর্য!
স্বাধীনতা তুমি শিশুর অধিকারের সু- তীব্র চিৎকার..”সুকান্তের ” ছারপত্র”!
স্বাধীনতা তুমি, মানচিত্রেরর কন্যা, বীরাঙ্গনার ঠিকানা.. যুদ্ধ শিশুর বেঁচে থাকার পরিচয়পত্র!
স্বাধীনতা তুমি লাখো বীর শহীদের, বুকের তাজা রক্ত!
স্বাধীনতা তুমি,জাতির মেরুদন্ড।নতুন সৈনিকের আগামীদিনের অঙ্গীকার মানদন্ড !
স্বাধীনতা তুমি মায়ের মুখের হাসি.. মায়ের গায়ের ঘ্রানে.. ধানের ক্ষেতের ঢেউ খেলানো কৃষকের হাসি!
স্বাধীনতা তুমি, যৌবনের বুকে পালতোলা … ভালোবাসার দেবদারুর প্রেম পত্র!
স্বাধীনতা তুমি, আঁকা – বাঁকা মেঠো পথের বেজে উঠা রাখালিয়া বাঁশির সুরে আঁকা বাংলাদের মানচিত্র।
স্বাধীনতা তুমি মাঝি,- মল্লার জারি- সাড়ি, ভাটিয়ালী.. পদ্মা মেঘনার বহমান জল রাশি!
স্বাধীনতা তুমি শ্রমিকের দৃঢ় শপথের..শ্রমের শাণিত হাতিয়ার!
স্বাধীনতা তুমি, ভিখেরির বাঁচার লড়াইয়ের এক মুষ্টি ভাতের ভিক্ষে!
স্বাধীনতা তুমি ‘পথকলি’ শিশুর পথের ঠিকানা খুঁজে পেয়ে,গেয়ে ওঠা, গানের কলির ” আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি “।
স্বাধীনতা তুমি নজরুলের বিদ্রোহেরর বানী.. ” বল বীর, বল চির উন্নত মম শির”!
স্বাধীনতা তুমি রবি ঠাকুরের ” আমার সোনার বাংলা.. আমি তোমায় ভালোবাসি”!
স্বাধীনতা তুমি, শামসুর রহমানের অপেক্ষার আয়োজনের “তুমি আসবে বলে.. হে স্বাধীনতা”!
স্বাধীনতা তুমি ” শহীদ আনোয়ার পাশার ” রাইফেল রোটি আওরাৎ”!
স্বাধীনতা তুমি, স্বাধীন সূর্য কন্যা “প্রিয় ভাষিনীর” শ্রদ্ধা অবিরত.. মথা অবনত অসীম!
স্বাধীনতা তুমি, শহীদ জননী” জাহনারা ইমামের” হাজারো রুমি ফিরে আসার.. অপেক্ষার পায়চারী!”ঘাতক দালাল নির্মূল” আন্দোলনের লাখো শহীদের মায়ের কাছে.. লেখা চিঠি!
স্বাধীনতা তুমি, শিমুল মুস্তফার দরাজ কন্ঠের.. স্বাধীনতার কবিতা আবৃত্তি!
স্বাধীনতা তুমি, শম্ভু জোয়ার্দ্দারের কন্ঠের আন্দোলের.. রক্ত শপথেরর বজ্র ধ্বনি! “বজ্র কন্ঠে রক্ত শপথে ধরিলাম হাতিয়ার।
স্বাধীনতা তুমি, বঙ্গবন্ধুু মুজিবের কালজয়ী শ্লোগান ” এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম..এবারের সংগ্রাম বিজয়ের সংগ্রাম!
স্বাধীনতা তুমি, রক্তাক্ত বাংলার বিজয়ের পতাকা.. জাতির পরিচয়!
স্বাধীনতা তুমি,পৃথিবীর বুকে গেয়ে ওঠা,বাঙালি জাতির শ্রেষ্ঠ সঙ্গীত.. আমার জন্ম ভূমি.. আমি তোমায় ভালোবাসি!!
ঢাকা , বাংলাদেশ।
Leave a Reply