জলপাইগুড়ি সহ সারা দেশের আজ ও আগামীকাল দুদিন ব্যাংক ধর্মঘটের সিদ্ধান্ত তারা নিয়েছে।

0
177

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে আজ ও আগামীকাল ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে মোট নয়টি সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন ।জলপাইগুড়ি সহ সারা দেশের আজ ও আগামীকাল দুদিন ব্যাংক ধর্মঘটের সিদ্ধান্ত তারা নিয়েছে।মূলত bank বেসরকারি করণ ,কর্মী নিয়োগ বন্ধ, সহ আরও বিভিন্ন দাবিতে ব্যাংক ধর্মঘট।এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন bankকের সামনে বিক্ষোভ করে সংগঠন।পাশাপাশি এই দিন বন্ধ ছিল atm পরিসেবাও।যদিও এই পরিসেবা বন্ধের জন্য সাধারণ মানুষ চরমভাবে অসুবিধার মধ্যে পড়ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here