হাওড়া ময়দান থেকে সিআইডি হাতে গ্রেপ্তার 2জন ব্যক্তি, নকল পাসপোর্টও আধার কার্ড বানানো অভিযোগে।

0
301

নিজস্ব সংবাদদাতা হাওড়া:- চলতি মাসের প্রথম দিকে কলকাতায় গ্রেফতার হয় বাংলাদেশি জঙ্গী সন্দেহে মাহফুজুর রহমান এক ব্যক্তি । তার কাছ থেকে বেশকিছু
নকল আধার কার্ড ও পাসপোর্ট উদ্ধার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ জানতে পারে কলকাতা সিঁথি থানার বাসিন্দা বিশ্বজিৎ দে টাকার বিনিময় বানিয়ে দিয়েছিলেন তার এই নকল পাসপোর্ট ও আধার কার্ড । বিশ্বজিৎকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে হাওড়া ময়দান এর একটি দোকান থেকে বানানো হতো এই নকল পাসপোর্ট ও আধার কার্ড । বুধবার সন্ধ্যায় সিআইডি একটি বিশেষ দল হাওড়া ময়দানে অভিযান চালিয়ে ওই দোকান থেকে সঞ্জীব কুমার দাস ও ভারত সিং দু’জনকে গ্রেফতার করে নিয়ে যায় । তাদের কাছ থেকে বেশকিছু নকল আধার কার্ড ও পাসপোর্ট উদ্ধার করেছে তদন্তকারী অধিকারীরা । তাদের বৃহস্পতিবার কলকাতা আদালতে হাজির করা হবে । তবে গোটা বিষয় নিয়ে যথেষ্টই আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ । তাদের বক্তব্য প্রশাসনের নজরদারি আরো বাড়ানো দরকার তা না হলে ভবিষ্যতে এরকম এ ঘটনার জেরে সাধারণ মানুষ বিপদে পড়বেন ।