নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীর তৃণমূলের নেতা,তথা গত বিধানসভা ভোটের তৃণমূলের প্রার্থী ডাঃ পার্থপ্রতিম দাসকে ডিজে বক্স বাজিয়ে উদ্যম গানে খোলা মঞ্চে নাচতে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানা গিয়েছে বর্তমানে এখন পূর্ব মেদিনীপুরের জেলা স্বাস্থ কর্মাধ্যক্ষ, জানিয়ে কটা করতে পারলেন না বিজেপি নেতৃত্ব, কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তাপস দোলুই বলেন এটা আমাদের কাছে লজ্জার বিষয়। একজন জনপ্রতিনিধি হয়ে উনি এই ভাবে উন্মত্ত হয়ে নাচা,উনি এক স্বাস্থ কর্মাধ্যক্ষ তাই এই ভাবে ডিজে বক্স বাজিয়ে নাচা এটা উনার স্বাস্থের পক্ষে খুব উপকারী,উনার নাচ খুব ভালো হয়েছে,এদের কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায়না।এটাই তৃণমূলের কালচার, সংস্কার,খেজুরীর যে ঐতিহ্য, সংস্কৃতি তা এদের দ্বারা নষ্ট হতে বসেছে।সারা বাংলা জুড়ে তৃণমূলের এই অপসংস্কৃতি চলছে।আমরা এর তীব্র বিরোধিতা করছি। আগামী দিনে খেজুরীর গৌরব, সংস্কৃতি আমরা এই জল্লাদদের হাত থেকে রক্ষা আমরা করবো। এমনিভাবে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেতা।