মহিলা স্বনির্ভর গোষ্ঠীর উপার্জিত লভ্যাংশে ভবঘুরেদের আহার প্রদান।

0
420

নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- স্বনির্ভর হওয়ার জন্যই মহিলা গোষ্ঠী। আর লভ্যাংশ নিজেদের মধ্যে বন্টিত হবে এটাই তো স্বাভাবিক। কিন্তু ন্যাশনাল আরবান হেলথ মিশন প্রকল্পা দিন শান্তিপুর শহরের 11 নম্বর ওয়ার্ডের উমা মহিলা আরোগ্য সমিতির 12 জন সদস্যা, মনস্থির করেছিলেন সামাজিক কিছুটা দায়িত্বভার নেবেন।
সেইমতো 2021 সালে হিসাবের পর লভ্যাংশের একটি অংশ তারা স্থানীয় নতুনহাট অঞ্চলে ভবঘুরেদের সরকারি বাসস্থান দিশারিতে সাময়িক ভাবে বসবাস করা 25 জন কে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন।
গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়, সাত বছর আগে তৈরি এই গোষ্ঠী বিভিন্ন রকম ছোটখাটো ব্যবসা এবং ব্যক্তিগত প্রয়োজনে নিজেদের মধ্যেই ঋণ প্রদানের মাধ্যমে জমাকৃত লভ্যাংশ আজ বন্টিত হয় 12 জন সদস্যাদের মধ্যে। কিন্তু নিজেরা যেরকম সরকারি 10 হাজার টাকা অনুদানে কিছুটা স্বাবলম্বী হয়েছেন তাতে সামাজিক দায়িত্ব পূরণের বোধ জাগ্রত হয় তাদের।