শান্তিপুর কলেজের পক্ষ থেকে সেনাপ্রধান বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন।

0
290

নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- কপ্টার দুর্ঘটনায় ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াতের মৃত্যুর ঘটনায় যেমন শোকাহত গোটা দেশবাসী, তেমনি তাঁর আত্মার শান্তি কামনায় বিপিন রাওয়াত এর প্রতিচ্ছবিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন শান্তিপুর কলেজের কর্মরত শিক্ষক থেকে শুরু করে এনসিসির প্রশিক্ষণরত ছাত্ররা। শুক্রবার শান্তিপুর কলেজ প্রাঙ্গণে ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত এর আত্মার শান্তির কামনা করে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত থাকতে দেখা যায় শান্তিপুর কলেজের কর্মরত একাধিক শিক্ষক থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা। পাশাপাশি এনসিসি প্যারেড এর মধ্য দিয়ে প্রয়াত বিপিন রাওয়াত কে শ্রদ্ধার্ঘ্য জানালেন এনসিসির প্রশিক্ষণরত ছাত্ররা। প্রথমেই প্রয়াত বিপিন রাওয়াত এর প্রতিচ্ছবিতে মাল্যদান করে শিক্ষকরা, এর পরেই তার আত্মার শান্তির কামনায় দুমিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি গোটা কলেজ চত্বরে সাফাই অভিযান পালন করেন কলেজের ছাত্র-ছাত্রীরা। উল্লেখ্য বেশ কিছুদিন আগেই কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত সহ 14 জন সেনা জওয়ানের এর পরেই শোকস্তব্ধ হয়ে যায় গোটা দেশ। ইতিমধ্যে বিপিন রাওয়াত এর আত্মার শান্তির কামনার জন্য গোটা দেশের মানুষ প্রার্থনা করেন, একই ভাবে সেনাপ্রধান বিপিন রাওয়াত এর আত্মার শান্তি কামনায় এবং তার কর্মকাণ্ড এবং প্রতিভা সম্পর্কে শান্তিপুর কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজনে ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরা হয় বক্তব্যের মাধ্যমে।