নদীয়া, নিজস্ব সংবাদদাতা :-গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৮ লক্ষ টাকার নকল তেল, চা, নিহার তেল, ডেট্রল,গোলাপ জল,ডাবর, রেড মাজন ইত্যাদি নামিদামি কোম্পানির নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করে বলে জানা যায়। শুক্রবার রাত্রে ধুবুলিয়া থানার পুলিশ ও ইনভেসটিকেশন ব্রাঞ্চ হানা দিয়ে ওই এলাকায় একটি জায়গা থেকে নকল সামগ্রী তৈরি করার যন্ত্রপাতি ও সমস্ত সামগ্রী তৈরি করা কাঁচা মাল উদ্ধার করে।অভিযুক্ত পলাতক ।তবে তাদের সন্ধানে তালাশি চালাচ্ছে ধুবুলিয়া থানার পুলিশ।