জাওয়াদের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকায় ক্ষতিগ্রস্থ ধান চাষের,চরম সমস্যায় চাষিরা।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- ঘূর্ণিঝড়ের জাওয়াদের প্রভাব না পড়লেও অতি ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকায় ক্ষতিগ্রস্ত বহু চাষী, কারোর ধান মাথা কাটা অবস্থায় পড়ে রয়েছে জলমগ্ন অবস্থায়, আবার কারও বা ধান কাটা হয়নি, জমা জলে পড়ে রয়েছে ধানের গাছ, ফলে অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে জমির ধান, ফলে চরম সমস্যায় এলাকার ধান চাষীরা, তেমনই ছবি ধরা পরল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের রাইন গ্রামে, জানা গিয়েছে কোলাঘাট,পাঁশকুড়া, শহীদ মাতঙ্গিনী, তমলুক ,নন্দকুমার, চন্ডিপুর ব্লক জুড়ে একই চিত্র, একেই পেট্রোল-ডিজেলের দাম অধিক মূল্য হওয়ার কারণে বহু টাকা খরচা করে ধানের চাষ দেওয়া থেকে শুরু করে রোপণ করতে হয়েছে আমন ধানের, কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের ফলে অধিকাংশ জমির ফসল নষ্ট,ফলে চরম সমস্যায় এলাকার ক্ষতিগ্রস্ত চাষিরা, তবে চাষাবাদ করি অধিকাংশ চাষীদের জীবন জীবিকা চলে, এর কারণে আগামী দিনের বোরো ধানের মুসরুম এলেও কি পদক্ষেপ নেবে এলাকার চাষিরা তা ভেবে উঠতে পারছেন না, এই পরিস্থিতিতে অধিকাংশ চাষী তাকিয়ে সরকারের উপর কারণ ক্ষতিপূরণ কিছুটা পেলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে, এমনটাই জানাচ্ছেন এলাকার ক্ষতিগ্রস্ত চাষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *