রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রাথীদের পুরসভা নির্বাচনে জয়ের সংকল্প নিয়ে তারাপীঠে পুজো দিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান।

0
320

সুদীপ সেন, বাঁকুড়াঃ- সারা রাজ্যে পৌরসভা নির্বাচনের দামামা বেজে গেছে।
কলকাতা সহ রাজ্যের সমস্ত পৌরসভার নির্বাচন নিয়ে চলছে শাসক, বিরোধী সব শিবিরেই চড়ান্ত প্রস্তুতি।

এরই মাঝে তৃণমূল কংগ্রেসের প্রাথীদের কলকাতা সহ সারা রাজ্যে জয় লাভ কামনায় তারাপীঠে ১৮.১২.২১ পুজো দিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার।

এই প্রসঙ্গে তিনি বলেন, মন খারাপ হলেই তিনি তারাপিঠে মায়ের কাছে ছুটে আসেন।
কিন্তু এই সময় তিনি মায়ের কাছে আসন্ন কলকাতা সহ সারা রাজ্যের পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাথীদের জয়ী করে মমতা বন্দোপাধ্যয়ের উন্নয়নের ধারা কে অব্যাহত রেখে তাঁর হাত কে আরো শক্ত করার জন্য প্রার্থনা করেন।