নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- কৃষ্ণগঞ্জ থানার তাল দহ গ্রামের এক কৃষকের এক বিঘা জমির পানের বরজ কেটে নষ্ট করল দুষ্কৃতীরা।নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার তালদহ গ্রামের গৌর নন্দির এক বিঘা জমি কাল রাত্রে দুষ্কৃতীরা পানের বরজটি কেটে নষ্ট করে। মাথায় হাত ঐ চাষী পরিবারের। তারা ধানের না পায় ন্যায্যমূল্য, অকাল বৃষ্টিতে নষ্ট হয় ফসল, সে মতো সরকার থেকে না পায় ঋণ । এমতো পরিস্থিতিতে কি করবে চাষিরা। এরকমভাবে যদি নষ্ট করে দেয় বিঘার পর বিঘা পানের বরজ উদ্বিগ্নের তালদহ চাষিরা ।থানায় অভিযোগ করলে পাবে কী সুরাহা এমনই প্রশ্ন চাষিদের। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
রাতের অন্ধকারে পানের বরজ কেট নষ্ট করলো দুষ্কৃতীরা, ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের মাথায় হাত।

Leave a Reply