ষাঁড়ের চোখে জল, শোক এলাকায়।

0
289

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:: ষাঁড়ের চোখে জল।শোক এলাকায়।রোজ ই বাড়ির দুয়ারে এসে মা মা বলে ডাকতো একটি ষাঁড়।সেই ষাঁড়টি একটি বড় ড্রেনে পড়ে যাবায় তার শিংটি পুরো ভেঙে যায়।এরপর দমকল বাহিনী এসে সেই ড্রেন থেকে উদ্ধার করে ষাঁড়টিকে।শনিবার জলপাইগুড়ি হাইস্কুলমাঠের ঘটনা।জানা গেছে এই দিন সকাল থেকেই অন্য আরেকটি ষাঁড় এই মাঠে থাকা আদরের ষাঁড়টিকে আঘাত করে একটি ড্রেনে ফেলে তাকে আহত করে।এরপর দমকল বাহিনীকে খবর দিলে সাথে সাথে ষাঁড়টিকে উদ্ধার করে।এই ঘটনায় এলাকার এক বাসিন্দা চিত্র বালা মন্ডল যিনি ষাঁড়টিকে রোজ ই যত্ন করতেন তিনি যথেষ্ট ই ভেঙে পড়েন।কারণ ষাঁড়টিকে রোজ ই খাবার দিয়ে যত্ন করতেন।পুরো ঘটনায় এলাকায় ভিড় জমে যায় জলপাইগুড়ি হাইস্কুল মাঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here